চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ বৃহত্তর নোয়াখালী জেলার ঐতিহ্যের ধারক এবং এ অঞ্চলের জ্ঞানের বাতিঘর। ১৯৪৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা দেশের শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, আর্থসামাজিক, রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে যা সর্বজন স্বীকৃত। কলেজটিতে শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে শিক্ষাদান পদ্ধতি চালু রয়েছে। অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সম্মানিত মেধাবী, দক্ষ শিক্ষকমন্ডলীর সহায়তায় শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা অর্জনের শিক্ষার সাথে সততা, নিষ্ঠা, জনগনের প্রতি দায়বদ্ধ, শ্রদ্ধাশীল এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত করার প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়।
কলেজের মনোরম প্রাকৃতি পরিবেশ এবং ডিজিটালাইজড স্মার্ট ক্লাসরুমে শিক্ষাদানের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক প্রযুক্তিনির্ভর মানব সম্পদে তৈরী হচ্ছে। অন্যদিকে কলেজের বিশাল মাঠে নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের দেহ ও মন সুস্থ রাখার সুযোগ রয়েছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা অর্জন করার লক্ষ্যে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের নিমিত্তে এ কলেজটি সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করবে।